SDG-4 অর্জনের লক্ষ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ক্লাসরুম, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুপেয় পানি নিশ্চিত করা,ঢাকনা যুক্ত ঝুরিতে ময়লা আবর্জনা ফেলা ইত্যাদি কাজগুলো নিশ্চিত করা হবে।
মিড ডে মিল শতভাগ অর্জনের লক্ষ্যে “বাসার খাবারের টিফিন করি ” এই স্লোগান বাস্তবায়ন করা হবে।
৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব গঠন, বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হবে।
আনন্দময় কার্যকর ক্লাস নিশ্চিত করতে পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান ও যথার্থ শিক্ষা উপকরণ সহ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানে উপকরণ কক্ষ গড়ে তোলা হবে।
সকল শিক্ষককে শিক্ষক বাতায়নের সদস্য করে তাদের কনটেন্ট আপলোড ও ডাউনলোড করার মত দক্ষ করে গড়ে তোলা হবে।
শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস সৃষ্টির জন্য তাদের দিয়ে মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা, সঞ্চালন,পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার যাতে বৃদ্ধি করা যায় সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইন হাউজ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষককে শতভাগ দক্ষ করে গড়ে তোলা হবে।
শিক্ষার্থীদের সঠিক স্বপ্ন দেখানোর জন্য স্বপ্নবাজ শিক্ষক তৈরীর কর্মসূচি হাতে নেওয়া হবে।
“গ্রীন মাদ্রাসা ক্লিন মাদ্রাসা” কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্ন কার্যক্রমের পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে ফুলের বাগান তৈরি ও পরিচর্যা করানো হবে।
প্রতিদিন ৫টি মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণ ও ড্যাশবোর্ডে এন্টি নিশ্চিত করা হবে।
শিক্ষার্থীদের মেনটরিং ও মনিটরিং নিবিড় করার লক্ষ্যে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক ট্যাগ করে হোম ভিজিটের ব্যবস্থা করা হবে।
শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবকদের সঙ্গে প্রতিমাসে কমপক্ষে একবার মতবিনিময়ের সভার আয়োজন করা।
ভালো ফলাফল ও মানবিক গুণাবলী সম্পূন্ন শিক্ষার্থী তৈরি করে দেশের মধ্যে একটি খ্যাতিসম্পন্ন মাদ্রাসা পরিণত করতে চাই, ইনশাআল্লাহ।